সেই ছেলেবেলা-
গোল্লাছুট খেলা;
আমায় সাজাতি বুড়ি;
তুই ছুটতি...
খুশী লুটতি...
যেনো নীলিমার ঘুড়ি!


কাছে আর দূরে-
হৈ হুল্লোরে...
কারে ছুঁবি কারে রেখে;
এক নয়নে...
প্রতিটি ক্ষণে-
তোরেই যেতাম দেখে!


দম ফুরোলে...
বুড়ির কোলে
কখন আসবি ফিরে;
উদগ্রীব হয়ে
সময় বয়ে...
যেতো আমার ধীরে!


আজো আমি
উঠি-নামি...
স্মৃতির সিঁড়ি বেয়ে;
সুখের রণে
বিজন বনে
থাকি উদাস চেয়ে!‍!