সেই যুগ নেই দাদা-
নেবো বেঁটে আধা আধা
পাড়া-প্রতিবেশী সবে মিলে!
দেখি চেয়ে পশ্চাতে-
ভুখানাঙ্গা থালা হাতে
দেশটাকে খেতে চায় গিলে!


মনে মনে এই রাখি-
নিজে যদি ভাল থাকি
অন্যের খোঁজ কিবা দরকার!
স্বার্থের-ই বুনি জাল
ঠিক রাখি নিজ হাল
তেলটাই খুঁজি স্বীয় চরকার!


চার-পাশে কী হলো
কে র’লো কে ম’লো
ঐ সব রাখি না তো চিত্তে!
হোক না হাজার পাপ
হজ্ব করে নেবো মাফ!
হালে রই ননী-দধি-ঘৃত্যে!