ধুক-পুকানি বুকের তল
ছলকে কাখে ঠিলার জল!
অবাক ছায়া- নদীর ঘাট;
দুরু দুরু প্রেমের পাঠ!


বটেরতলে শ্যামের বাঁশি
সুরে করে- মন উদাসী।
ধরায় চলে খরার মসুম-
ফাগুন মনে জমজমাট!


ওমাঝি তোর ডিঙ্গিনাও
ভাটি ছেড়ে উজান বাও
মনের খবর পৌছে দিও-
যাও যদি লালমনিরহাট!