জনতার তা' নেই,
হাত-পা ঠান্ডা,
হিমঘরে রয় পড়ে
স্বপ্নের আন্ডা।


বেদনার উৎসবে
কাতরায় সত্য,
নীতিহীন দাপটে
ওড়ে ভুল তথ্য।


সেই ভুল আকড়ে
প্রজন্ম অপথে-
কে নেবে দায়ভার
রক্তিম শপথে?


নেই বীর তিতুমীর
মুজিবের গর্জন,
শঙ্কিত দেশমাতা-
যায় বুঝি অর্জন।


---------------------------
রচনাঃ ১৩ ডিসেম্বর ১৯৮৮, জাতীয় সংসদ ভবন, ঢাকা।
সম্পাদনাঃ ২১ ফেব্রুয়ারী ২০২২, লালমনিরহাট।