স্নিগ্ধ-তমাল তরুলতা
ফুল-ফসলের হাসি,
শিশির ফোটা, সূর্য ওঠা-
সকল ভালোবাসি।


ভালোবাসি পাখির কুজন
সুজন মাঝির নাও;
রংধনু রঙ, মেঘের ভেলা
সুনীল আকাশ তাও!


ভালোবাসি ঝর্ণা ধারা,
নদীর কলতান,
ভালোবাসি শ্রমিক, মজুর,
কৃষক ভাইয়ের গান।


লাল-সবুজের ঐ পতাকা
ভীষণ ভালোবাসি
সবার মাঝে দেখি আমি
শেখ মুজিবের হাসি।