এই জীবনে আমি তো এক
শ্যাওলা- স্রোতে ভাসা,
একটু প্রাণের ছোঁয়া পেতেই
তোমার কাছে আসা;
কিন্তু তুমি- সামনে পেলে
দিচ্ছো আবার দূরে ঠেলে
খেলছো কতো নিজের মতো
আমায় নিয়ে পাশা।


কি আর কবো সব নিয়তি
এটাই এখন মানি-
মাটি আমার জন্য তো নয়,
আমার অথৈ পানি।
বধির কোথায় খুঁজে ভাষা
বুকেই রাখি বুকের আশা।
সুখে থাকো করবো না আর
তোমায় পেরেশানি।।


# ২৪ মার্চ ২০২১ লালমনিরহাট।