আমি অবুদ্ধ, অজোপাড়াগেঁয়, অদক্ষ একজন।
জ্ঞানীগুণিদের আসরে করি অহেতুক আগমন!
          বিদ্যের নেই এতটুকু জোর
          তবু উচুতে করে যাই শোর
না বুঝে বোঝার' ভানটা শুধু  টেনেধরি প্রতিক্ষণ।
আসলে আমি-ই গন্ড মূর্খ , খুব অতি সাধারণ!


আমি প্রগলভ্! বিবেচনাহীন! খুব-ই তো স্বার্থপর।
নিজের স্বার্থ আদায় করতে ভাঙ্গি অপরের ঘর।
           কখন কারো আসিনা কাজে
          ব্যস্ত- যে রই নিজেরই মাঝে
অন্যকে ঘোল খাইয়ে আমি... খাই যে দুধের সর
আমার স্বরূপ খোঁজে না কেউ এই আমার ভিতর।