আজ আর কই পাই-
শিকড়ের টান?
হেডজুড়ে হেডফোনে
পশ্চিমী গান!


জারি-সারি ভাটিয়ালী
অবোধ্য সব!
যাত্রা ও পালাগান
শুধু কলরব!


ভাওয়াইয়া কে শোনে?
লালন-ই বা কি?
হাসুন রাজার সুর
জলে ধুইয়েছি!


কবেই ছেড়েছি সেই
ঠাকুরের প্রীতি
তার সাথে সাথে শেষ
নজরুলগীতি!


রক-শক হিন্দিতে
বেশ আছি মজে;
বাংলার সুর-তাল-
কে আর ভজে!!