উঠছে তপন,
টুটছে আঁধার,
বাড়ছে প্রাণের কোলাহল!
ফোটছে কলি,
জোটছে অলি,
ছুটছে যতো শিশুর দল!
জ্ঞান আহরণ,
পাঠেতে মন
খুঁজে পেতে আলোর পথ;
দেশটা আমার
স্বর্গের দ্বার
শিশুরা-ই তাঁর ভবিষ্যৎ।।
## ২৪/০৩/২০১৯, লালমনিরহাট। ##
উঠছে তপন,
টুটছে আঁধার,
বাড়ছে প্রাণের কোলাহল!
ফোটছে কলি,
জোটছে অলি,
ছুটছে যতো শিশুর দল!
জ্ঞান আহরণ,
পাঠেতে মন
খুঁজে পেতে আলোর পথ;
দেশটা আমার
স্বর্গের দ্বার
শিশুরা-ই তাঁর ভবিষ্যৎ।।
## ২৪/০৩/২০১৯, লালমনিরহাট। ##
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
Use the following form to leave your comment on this poem.
এখানে এপর্যন্ত ২৪টি মন্তব্য এসেছে।
নিশির কাছে শিশি দিয়ে-
যেই বলেছি “থাক”
পিসি দেখে ভীষণ রেগে
আমায় দিলেন ডাক!
“ওর সাথে তোর কী ঝামেলা?
বলতো দেখি হরি!
আজ নয় কাল ঐ মেয়ে তোর
গলায় দেবেই দড়ি!”
“না না পিসি তেমনটা নয়-”
“কেমনটা তয় শুনি-”
“নিশির কাছে শিশি রেখে-
সন্ধ্যে তারা গুণি!”
“তারায় তারায় বুদ্ধি হারায়
দিস না জলে ঝাপ!
কাল যেন ফের বলে না সে
ওর সাথে তোর লাভ!”
আমি একা একা বিরহের আগুনে জ্বলবো...
তবুও তুমি ছাড়া খুব ভালো আছি সেই বলবো!!
খুব ভালো লাগলো-
সুন্দর কবিতা পরিবেশনের জন্য কবিকে অভিনন্দন
এবং একরাশ শিউলীর শুভেচ্ছা জানাই।
ভালো থাকুন এই কামনা।।
৪২.০.৫.২৩৭উত্তর দিন
Sumon ০৩/০৯/২০১৯, ২২:৫৬ মি:
সুন্দর দু ছত্রের বিরহী কবিতা
কবিকে কবিতাটি পূর্ণতা দিতে অনুরোধ জানাচ্ছি
অনেক শুভেচ্ছা থাকলো
ভালো থাকবেন
পাতিমন্ত্রী জাতিমন্ত্রী
কেউ মন্ত্রী হাফ!
ঝুলমন্ত্রী ফুলমন্ত্রী
মন্ত্রী যেন বাপ!
যখন যেটা
খেয়াল-খায়েশ
সুরার সাথে
মিষ্টি পায়েশ!
শুয়ে বসে হিসেব কষে
বাড়ান কাজের চাপ,
ক্ষমতাটা ফুরুৎ হলেই
করেন অনুতাপ!
এডিস মশা- লেডিস মশা
ফুটিয়ে দিলে হুল,
বাড়ি সুদ্ধ বাঁধবে যুদ্ধ
কান্ড হুলুস্থুল!
স্বচ্ছ্ব পানির ছোট্ট ঘড়া
বংশ বৃদ্ধি ধ্বংস করা
পরিচ্ছন্নেই সুস্থ জীবন
নয়তো মোটে ভুল!
____________
ভোটের ঠোঁটের রঙটা তখন ফ্যাকাশে-
নেতায় জিতে... খাবে-দাবে একা সে
আম-জনতা থাকবে আশায়
চওড়া হাসির ভালোবাসায়
উন্নয়নের কেউ পাবেনা দেখা সে!!
ডাক শুনে হাক ছাড়ে ঘরে বসে রাধা-
কৃষ্ণ কোঝেনা তার দুই হাত-ই বাঁধা
উথলায় মন-
প্রাণের সুজন
ফাগুনের আগুনে সেই গোলক ধাঁধাঁ!
------------------------------
চরম-
গরম কথা শুনে যদি
মানুষটা হয় নরম!
একটু তো পাক শরম!
কেমন করে ভুলেছে সে-
মানবতার ধরম!
বিচারকেরও বিচারপতি
রয়েছেন এক পরম!
---------------
কিছু প্রেম চলে সোজা পথে, কিছু যায় বেঁকে
কিছু স্মৃতি পুলকজাগা, কিছু ব্যথা দেয় এঁকে
কিছু ভালোবাসা
শুধু যে দূরাশা
কিছু প্রেম জীবনপথে- যায় শুধু কন্টক রেখে!
---------------------------------------
সুন্দর লিখেছেন...
সুন্দর ছড়া কবিতা ,কবির জন্য রইল অকৃত্রিম শুভকামনা
অনন্য
উঠছে আলো ফুটছে ফুল
উড়ছে পাল জ্বলছে মশাল।
ঘরে কে আছিস আয় ছুটে
পথ খুজে নেব এগিয়ে চল।
ছন্দে লিখতে ইছহা হল । থাকল কবির জন্য রক্তিম অভিনন্দন ।
চমৎকার কবি দা
চমৎকার ছড়া কবিতা উপহার দিলেন প্রিয় কবি বন্ধু।
শুভেচ্ছা রইল প্রিয়।
ভালো থাকুন সবসময়।
শুভ সকাল।
কবি, কবিতা আর পাঠক সুন্দর গণ্ডি কেটে প্রকাশ ।
অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই, ভালো থেকো কবি ।
মন ভরা কবিতা। শুভেচ্ছা অনন্ত।
* কবিবর, " ফুটছে কলি
জুটছে অলি" হলে বোধহয় আরও
ভালো লাগতো। অনধিকার চর্চার জন্যে ক্ষমাপ্রার্থী।
কবি কিংবা কবিতা খুঁজে বের করার জন্য উপরের সার্চ বক্সটি ব্যবহার করুন।
Please use the above search box to find any poet or poems listed with us.