অন্ত্যমিলের দন্তগুলো- খিল খিলিয়ে হাসে,
আমি তখন বসেছিলাম মাঠের সবুজ ঘাসে,
আমায় ঘিরে ছিল ক'টি শালিকপাখির ছানা,
যাদের নতুন পালক ছিল, ছিল নতুন ডানা!


তারাই আমায় শোনাচ্ছিল নতুন দিনের গান,
কেমন করে হাওয়ায় দোলে মাঠে সবুজধান,
কেমন করে শাপলা ফোটে শান্তদীঘির জলে,
পালের খেয়া কেমন করে উজান বেয়ে চলে!


গংগাফড়িং পাখামেলে কোথায় কোথায় ওড়ে,
প্রজাপতি- কিসের আশায় ফুলে ফুলে ঘোরে,,
কেমন করে-  বৃষ্টি নাচে মিষ্টি আওয়াজ তুলে,
রাতে কেন আকাশ সাজে তারার ফুলে ফুলে!


কেমন করে গাঙের জলে হঠাৎ জোয়ার আসে,
পাহাড় কেন দাঁড়িয়ে থাকে,মেঘরা কেন ভাসে,
মৌ-মাছিরা কেমন করে-- মধু জমায় চাকে
ঠিক তখনই ঘুমটা ভাঙে  মা-জননীর ডাকে!