# শহুরে কুত্তা


ইকড়ি মিকড়ি চিকড়ি চাল
শহুরে কুত্তার বেজায় ফাল!
কবেই গেছে পিঠের ছাল!
নিজ রাজত্ব দিতে সামাল!

গাঁয়ের বাছার সাপাৎ লেজ
পাগল-পনায় মুখের তেঁজ!
আমায় ছুঁলেই মরবি বাবা!
ভুল করে-ও দিস না থাবা!


#খল


ফুলকা নেড়ে বোলকা ছেড়ে
বোয়ালে খায় জল;
পাবদা-পুঁটি বাঁধলো জুটি
"দেখবো চোখে চল!"


যার যা ধর্ম, তেমন-ই কর্ম
বাগে এলে দুর্বল,
ঝটকা লেজে তড়িৎ তেঁজে
স্বরূপে পাল্টে খল!