উদয়-অস্ত গতর খেটে
                  আমরা থাকি অর্ধপেটে!


আমাদেরই রক্তে ঘামে ওরা মালামাল!
বলনারে ভাই
এমনি করেই কাটবে কতো কাল?


আর কতো কাল চক্ষু বুজে
বাঁচার উপায় দেখবো খুঁজে?
করুণ থেকে করুণতর হচ্ছে ক্রমে হাল।


দেখ না ভেবে স্বদল বলে
আমরা যদি উঠি জ্বলে
রক্তচোষা স্বৈরী তখন হারাবে সব তাল।