শূন্য হাতে এসেছো ভবে,  
শূন্য হাতে যাবে?
তা' হবেনা। পাপ-পূণ্যের
আমল হাতে পাবে!


রোজ হাসরে হিসেব হবে যার,
ওরে নিত্তিমেপে হবেরে বিচার।
যে বোঝে সে দিন ফুরোবার-
আগেই ওসব ভাবে।।


খেলাম মুখে পেলাম হাতে যাই!
হালাল হারাম বিচার করি নাই!
যে দিয়েছেন রিজিক তোমার-
হিসাব সেতো চাবে।।