কবি জসীম উদ্দীন মুহম্মদ (বোদ্ধা কবি)-এর ''আলাপে আলাপে প্রলাপ'' কবিতা পাঠে প্রাণিত হয়ে রচিত। কবিতাটি তাঁর সম্মানে নিবেদন করলাম।


সবাই যদি 'মানুষ' হতো ভবে-
ভূবনটা সেই 'স্বর্গ' হতো কবে!
থাকতো না ভেদ ধর্ম-জাতে
খাবার খেতাম একই পাতে
একটি দেশের মানুষ হতাম সবে!


নকল-দখল-সকল কিছুর ইতি
সুখে-দুখে থাকতো যে সম্প্রীতি
কারোর নীতির অবক্ষয়ে
থাকতোনা কেই ডরে-ভয়ে
কন্ঠে সবার থাকতো একই গীতি!!
__________________