জগত কবি, নগদ কবি,
কবির কতো রূপ!
ভাবের কবি, খাবের কবি,
কথার জলে ডুব!


সুখের কবি, দুখের কবি,
হঠাৎ কবি কেউ;
আউল কবি, বাউল কবি,
ছন্দে তোলে ঢেউ!


গানের কবি, প্রাণের কবি,
কবি বুদ্ধি মাপে;
জ্ঞানের কবি, ধ্যানের কবি,
কবি চায়ের কাপে।


পাড়ার কবি, ভাড়ার কবি,
কেউ বা ভূঁইফোর;
চাপের কবি, মাপের কবি,
কেউ কবিতা চোর!


সখের কবি, ঢকের কবি,
কবি প্রেমের রসে;
মাঠের কবি, হাটের কবি,
কবি ঘরে-ই বসে!


শেষের কবি, দেশের কবি,
কবি জগতময়;
সফল কবি, নফল কবি,
কে সে কবি নয়?