কতো পুষি ক্ষত বুকে
বিশ্বাসে ভর!
একই রূপ হেরি প্রভূ
সচর আচর!


ধর্মের ভীরু বলে-
নিচ্ছো সুযোগ,
দিচ্ছো এ জীবনে
শত দুর্ভোগ!


ঐপারে কি রেখেছো
নেই সেটা জানা,
তথাপি জোঁয়াল কাঁধে
দুঃসহ টানা!!


পাপে কাঁপে অন্তর-
দুর্নীতি ভয়;
হালাল-হারাম নিয়ে
সদা সংশয়!