চিন্তা ভুলে ধিন-তা নাচো,
জীবন তো একটাই!
মরে গেলে-ই জুটবে মাটি
নয়তো পুড়ে ছাই!


লাভের হিসাব বেঁচে থাকা
কৌশলে যা পারো;
হাসি-খুশী থাকলে জেনো-
হায়াৎ বাড়ে আরো!


নিজে হাসো, অন্যে হাসাও
জীবন বড়ই ছোট
ধর্ম-কাজ আর চেতনাতে
সজীব হয়ে ওঠো!