ভিখ


হরি এখন জরির হাটে
খড়ির দোকানদার-
চল্লিশে দেয় তিরিশ কেজি
ঘাটতি তবু তার!


কি আর করে ভাগ্য দোষে
ভীষণ রাগে গিন্নি ফোঁসে
নামের গুনে ভিখ জোটেনা
জোটে কেবল হার!
===========<><>
প্রলাপ


দাপট দেখে চাপট খেলাম-
পৌষী প্রেমের রাণী
ছুঁতে গেলেই ভূতের থাবা
টানো জেলের ঘাঁনি!


এমন প্রেমে কে নেয় ঠিকা?
জোটবে যেথায় মরিচিকা!
‘তারচে ভালো এমনি থাকো’
শ্যাম ঠাকুরের বাণী!
===========<><>