শিক্ষা জাতির মেরুদন্ড
দেখছি সেটাই লন্ডভন্ড
কতদিনে ফের সাঈদ হয়ে
দাঁড়াবে এই জাতি?
বন্ধ করুন শিক্ষা নিয়ে-
খেলা চড়ুইভাতী।
দেখছি নানা তথ্য ঘেঁটে
স্যাররা খুশি প্রাইভেটে
চাকরি কেন তবে?
প্রাইভেটের বিদ্যা কখন
শিক্ষালয়েই হবে?
আশায় আছি দেখি যাতে
আমজনতা সবার হাতে
সংস্কারের ঝাঁটা-
তাতে করে বদলে গেছে
আমূল ব্যবস্থাটা।।
=============
১২ আগষ্ট ২০২৪, লালমনিরহাট।