সংস্কারের ছড়া ফড়ে
বললো এসে অরিত্র-
“ সংস্কার তো করতে হবে
জনগণের চরিত্র।
দুর্নীতি কেউ করবে না
অন্যের মাল ধরব না
কারো ঘাড়ে চড়বে না
টাকারপাহাড় গড়বে না
অতি দ্রুতই বদলে গেছি
দেখুক দেখুক ধরিত্র।
আমরা সবাই মিলেমিশে
রাখবো ভাল দেশটাকে
মন থেকেই করবো মোচন
হিংসা-ঘৃণার রেষটাকে।
ভুলে যাবো জাত ও পাত
রাখবো সবাই হাতে হাত
অসভ্যতার- ভাংবো দাঁত
সবাই দেবো ন্যায়ের সাথ
সমাজ থেকে উপড়ে দেবো-
যত পাপের শেষটাকে। ”