সংসদীয় ছড়া-৬


১. প্রতিশ্রুতি


প্রতিশ্রুতির জোয়ার-ভাটায়
ডুরছি এবং ভাসছি!
ভােট ফুরোলে বলবে নেতা
“একটু ঘুরে আসছি!”


ফি বছরেই দেখছি তাই
তবু সুযোগ দিয়েই যাই
আমজনতা আমের আঁটি-
সেকাল থেকে চাঁটছি!
-------<><>------


২. ঘোড়ার ডিম


হীম! হীম! ঘোড়ার ডিম!
রাখনা সা-মালকে
ডিম ফুটলে আস্ত ঘোড়া
পেয়ে যাবি কালকে!


চড়বি ঘোড় ঘুরবি দেশ
বলবি নিজে বেশ! বেশ!
তিলের সম-ই মনে হবে
তখন দেখিস তালকে!