দশের সাথে চৌদ্দ গুণে-
ফলটি পেলে যতো,
বড় কাকা হিসেব কষে-
তোমায় দিলেন ততো।


মেঝ কাকা তারচে বেশী
দিলেন কুড়ি টাকা,
মায়ের কাছে ছিলো তোমার
দু'শ পঁচিশ রাখা।


ঠাকুর দাদা পঁচাত্তুর আর
দিদা দিলেন আশি,
একশ' ষোল টাকা দিলেন
তোমার ছোট মাসি!


সব মিলিয়ে কতো হলো
হিসেব কষো আগে
দু’হাজারের বাই-সাইকেল
আরো কতো লাগে?