পঁচিশ, তিরিশ, সাতাশ, বাইস
এই ক'জনে যুদ্ধ
পঁচিশ বলে- "বাইস থেকে
আমি অনেক সুদ্ধ!


সাতাশ বলে- "ওরে পঁচিশ
আমার বেশী মান!'
তিরিশ শোনে ওদের কথা
পেতে নিজের কান।


ভাবে এমন ঝগড়া-ঝাটি
মিথ্যে এবং বাজে,
এক থেকে নয়-এর কেবল
এমন অহং সাজে!


যেমন স্বীয় শূন্য যদি
ডান থেকে যায় বামে
আমায় তখন ডাকবে লোকে
শুধু যে 'তিন' নামে?


বললো হেঁকে-"ঝগড়া রেখে
বড়র কথা শোন-
আমরা সবাই একই মায়ের
পেটের ভাই ও বোন!


এক বাড়িতে থাকবো সবে
একটি হবে ঘর
একই নামে ডাকবে সবে
কতোয় হলে গড়?"