দুঃখটা জয় করে সুখ পেতে হয়!
এজীবনে দুঃখটাই ছোঁয়নি যাকে,
বাহ্যিক দেখে যদি সুখি বলো তাকে,
আমার মনেও থাকে- কিছু সংশয়!


কালো আছে বলেইনা আলো চিনলাম!
কালো বিনে এ ধরায় আলোর কী দাম?
দুঃখ না থাকলে যে- সুখ হতো মিছে
কেউ আর ছুটতোনা তার পিছে পিছে!


তবে সুখ ধনে নয়, মনে বাস করে,
সেই মতো মন যদি দেন...ঈশ্বরে!
যেই মনে পর ধনে হয়না যে লোভ;
অজ্ঞাতে বাড়ে না লালসা ও ক্ষোভ!


টাকা-কড়ি, ধন-জন, লাঠিয়ালে লাঠি
প্রকৃত সুখের কি তা... হয় মাপকাঠি?
ছেঁড়া কাঁথা, কুঁড়ে ঘর, হারে-অনাহারে
সুখি মন বিধাতাও দিতে পারে তারে!