সুখজান সুখ নিয়ে... করেনা তো কান্না;
খোঁজেনা বাড়ি-গাড়ি, হীরে-চুনি-পান্না!
ললাটে যা লেখা আছে
হার মানে তারই কাছে
পায়না সে রাজভোগ, শুধু করে রান্না।।


সুখজান মুখ বুজে...সহে শত অন্যায়!
সারাদিন ডুবে থাকে, পর ঘর কন্যায়!
মনে নেই, কবে তার-
ভেসে গেছে সংসার!
কেউ বলে- ঘটেছিলো আটাশির বন্যায়!


সুখজান দুঃখটা... মনে আর রাখেনা;
নির্ঘুম রাত কাটে, সুখছবি আঁকে না!
নেই তার পিছুটান,
জীবনের জয়গান!
সে জানে, কেউ তার পথচেয়ে থাকেনা!


###২৬ এপ্রিল ২০১৮, লালমনিরহাট###