সুখরাম: মুখে থাকে হাসি হাসি ভাব,
জীবনে খোঁজেনা সে কোন লস-লাভ।
কাউকে কখনও তো দেখায় না পেশী-
যা পায় তাই খায়, চায় না তো বেশী।
শিথানে বালিশ নাই, কাঁথা নাই গায়,
মাঠে শুয়ে দিব্যি সে তবু- ঘুম যায়।


দুখরাম: চাহিদারও নাই কোন শেষ,
সারাদিন দৌঁড়-ঝাপ, রকমারি ক্লেশ
গাড়ি বাড়ি টাকা কড়ি কী নাই তার?
তবু থাকে সারাক্ষণই মুখখানা ভাড়।
আছে দামী আসবাব- শীতাতপ রুম,
শুধু নাই দুই চোখে একফোটা ঘুম।