সূর্য মামা- মেঘের জামা খুলে-
আমায় তুমি দাওনা কুসুম আলো!
আমার সাথে যাও যদি ইশকুলে-
দেখবে আমার স্যাররা কতো ভালো।


হাত ঘুরিয়ে অআ শেখায় রোজ;
লিখতে যদি আমারই হয় ভুল
যত্ন করে দেন সে ভুলের খোঁজ
ঠোঁটে তাঁদের মিষ্টি হাসির ফুল!


হেসে হেসে বলেন- "সোনা এই
ওভাবে নয়, এমন করে লেখো
টানটা যদি ঠিক এভাবে দেই
দারুণ হলো, এমন করে শেখো।"