একটুখানি বাঁচার জিকির-
রাত্রি-দিনে করছি ফিকির
অর্ধ-অনাহারে;
আমার শ্রমে আমার ঘামে
দিনটা কারো যাচ্ছে চামে
রাখছি চিনে তারে!


সুযোগ পেলে উল্টে পাশা-
মিটিয়ে নেবো মনের আশা
আজ নতুবা কাল;
দাঁড় করিয়ে এই কাতারে
বুঝিয়ে দিবো হাঁড়ে হাঁড়ে
এই আমাদের হাল!
______________