অন্ধের নড়ি-
        যায় গড়াগড়ি
             হাত ফষ্কে-ই দূরে;
উবু হয়ে তায়-
        খোঁজে ডানেবায়,
             এপাশ ওপাশ ঘুরে!


আশেপাশে লোক-
         দেখে উৎসুক!
             আহা কী দারুণ দৃশ্য!
এমন আনন্দ!
         দু’চোখে ছন্দ!
             পাবে কি  ঘুরে  বিশ্ব?


দূর থেকে কাছে,
        খুঁজে পায় পাছে,
              তামাশা যে হবে মাটি!
চুপিসারে শেষে-
        একজন এসে-
              হাতে তুলে লয় লাঠি!


দেয়না অন্ধে;
        দৃষ্টি বন্ধে-
              বেড়ে চলে পেরেশানী!
ভাবছি বিবেক-
        কই খেলো ঠ্যাক্!
              যাচি গো মেহেরবানী!