তেলর জোরে দুনিয়া ঘোরে
তেলেই চলে বিশ্ব;
তেলের জন্য-ই জেলে পাঠান
গুরুকে তাঁর শিষ্য!


তেল মেরে কেউ উপর ওঠেন
করেন নিজের সুদ্ধ;
তেলের জন্য- হুশ হারা বুশ
বাঁধান ইরাক-যুদ্ধ!


তেলে মাথায় তেল ঢালতে
থাকেন কতো দোস্ত;
তেলেতে স্বাদ কোর্মা-কারি,
তেলেই পোলাও-গোস্ত।


তেলেই চলে মোটরগাড়ি,
উড়োজাহাজ, রেলটা,
জীবন-গাড়ি চলবে ভালো
জোগার রাখুন তেলটা।