অবাক হইয়া দেখছি ম্যালা-
তোমার ভানুমতির খেলা!
খুব সহজে-
নয়-রে তুমি ছয় করো!


তোমার যতো চামচা-চ্যালা-
সময় মতো দিচ্ছে ঠেলা!
আম জনতায়-
এখন কী আর ভয় করো!


দিন বদলের আসবে পালা
আমটা যাবে সংগে ছালা!
রোধ হবেনা-
যতোই মেধার ক্ষয় করো!


থাকতে সময় হলেই সোজা
কমবে কিছু পাপের বোঝা
নমন হয়ে-
মন জনতার জয় করো!!