ভয় পেলে লেজ ফেলে দৌড়ে পালায়
দিন কয়* গেলে তয়* লেজটা জালায়*
রাত হলে কাৎ হয়ে দেয়ালে সে হাটে
চুপ করে টুপ করে পোকা দাঁতে কাটে
টিকটিকি ঠিক ঠিকই দেখে চেনা যায়!
### ১৯/০৫/১৭, লালমনিরহাট ###


টিকটিকি ঠিক ঠিকই দিয়েছে খবর;
বালুচরে খেলা করে ক'টা ধুরন্ধর!
সপ্তাহে সাত দিন
আইন ভাঙ্গে রাত-দিন
পুলিশ ধরে না, শুধু...বলে ধর্! ধর্!
###১৮/০৫/১৭, লালমনিরহাট###


পেটের ভিতরে নাকি ডাকে- টিকটিকি
ঘরে নেই কানাকড়ি, অধুলি বা সিকি!
নাইবা খেলাম ভাত
এটুকুন ছোট রাত!
কাল হাটে হাল বেচে চা'ল এনো ঠিকই।।
###১৮/০৫/১৭, লালমনিরহাট###


_____________________
(কয়*, তয়*, জালায়*  আঞ্চলিক শব্দ)
দিন কয়* > কয়েক দিন
গেলে তয়* > গেলে তবে
লেজটা জালায়* > লেজটা গজায়