শক্ত প্রেমের পোক্ত খুঁটি
মনের মাঝে গেঁড়ে-
গেছো আমায় ছেড়ে!
হারতে পারো তুমি কিন্তু-
যাইনি আমি হেরে!
ভালোবাসার ঘর হলো না
তোমার অবহেলায়-
যৌবনের এই বেলায়।
আমায় ছেড়ে আছো মেতে
রঙ্গ-রসের মেলায়।
সব কিছুরই শেষ রয়েছে
সবার আছে ইতি
হারায় যেমন তিথি
কিন্তু আমার ঘিরে সদা
থাকবে ওসব স্মৃতি!