কামাখ্যা হতে এলেন বাবা- লম্বা দাড়ি, জটাচুল;
ষষ্ঠ রঙের অষ্ট পাথর জ্বলছে হাতে আট আঙ্গুল!
এক বস্ত্রে- অঙ্গ ঢাকা, স্নান করেননি বছর কাল;
সাঙ্গ-পাঙ্গ ডানে বামে বাবার সুরে মেলায় তাল!


ক্ষীণ আলোর বর্ণচ্ছটায় গন্ধমাখা জ্বলছে ধূপ;
তন্ত্রে-মন্ত্রে মুশকিল আসান বাবা স্বয়ং প্রভূর রূপ।
শত শত অভ্যাগত... ঠুঁকছে মাথা বাবার পায়;
রোগে-শোকে ধূঁকছে যারা একটুখানি কৃপা চায়!


কৃপার আশায় গ্রীবা নত, চাইছে জ্বালা পরিত্রাণ;
টাকা-কড়ি নেননা বাবা, গ্রহণ করেন কেবল দান।
অজ্ঞ লোকের যজ্ঞ সাধন, ধর্ম-কর্ম চলছে বেশ;
আমাবস্যার অন্ধকারেই নির্মজ্জিত আলোর দেশ!