ক.  ণ-তন্ত্রের দাপট


গণতন্ত্রের গ-গেলো কই ভাবছে বসে ভূঁতো!
ণ-তন্ত্রের- দাপট এখন, খুঁজছে কেবল ছুঁতো!
একটু হলে এপাশ ওপাশ
ক্রসফায়ারে ঠাস্ ঠাস্ ঠাস্!
জনগণ সব আদা-রসুন শাসক পাটা-পুঁতো।
_________০০০____________


খ.  জাতের পিতা


জাতের পিতা-একজন নয় আছেন কয়েক লক্ষ!
বংশ পাড়ার হংস তারা-ই, গড়েন বিভেদ পক্ষ!
আদি-অন্ত হিসেব করে-
গর্ত খোড়েন মনের ঘরে!
র্নিবোধেরা বিকিয়ে বিবেক হারায় জীবন লক্ষ্য!
_________০০০____________


গ. বুদ্ধিজীবী


বুদ্ধিজীবীর বুদ্ধিটুকুন বিকিয়ে দিয়ে হাটে,
র্নিঝঞ্ঝাট সময় কাটান বসে বাড়ির বাটে!
বক ধার্মিক চতুর মনে-
ধর্ম শেখান জনে জনে
জ্ঞানপাপীদের হৈ-হুল্লোর আনন্দে দিন কাটে!