তুলবুলি’র আপু ছিলো
খুব বড় আঁকিয়ে;
আঁকতো সে ফুল-পাখি-
ঘাড়-পিঠ বাঁকিয়ে!


রোজ রোজ ‘তুলবুলি’
চাইতো তা শিখতে
তখনও সে পারতো না
অ- আ- লিখতে!


রঙ-তুলি নিয়ে- তবু
করে যেতো চেষ্টা,
এক দিন  তুলবুলি
এঁকেফেলে দশটা!!