তুমি-
নীলিমার নীল, শাপলার ঝিল, উড়ন্ত বলাকার ঝাঁক!
মেঠোপথ, ঘাসফুল, কাশবন, ফসলের মাঠ,
পড়ন্ত বিকেল, গোধূলি রঙমাখা মেঘের কপাট!
তুমি ফাগুন বাহার, চৈতালী হাওয়া, ঝড়ো বৈশাখ!!


তুমি-
হৃদ-নিকুঞ্জ তলে একত্রিভূত বৈচিত্রের সু-সমাহার!
দ্বাদশীর চাঁদ, সন্ধ্যা-মালতী জানারার গ্রীলে,
পাহাড়, জলপ্রপাত, নদী, সমুদ্র গাংচিল মিলে!
পুষ্পায়িত বৃক্ষ, নিবিড় ছায়াতল, তোমাতে একাকার!