উল্টো রাজার উল্টো দেশে -
হাসেন না যে কেউ,
কুকুর সেথায় মিঁয়াও ডাকে
বিড়াল ডাকে ঘেউ!


ব্যাঙ দেখে সাপেরা পালায়,
শেয়াল দেখে কুকুর!
মা-রা সেথা ঘুমিয়ে পড়ে
কোলে শুয়ে খুকুর!


বড় সেথায় হয় না কেহ
বয়স সবার কমে,
জীবন বাঁচায় কার্বনডাই
লয় সকলে দমে!


দু' পায় করে অন্ন গ্রহণ
দু'হাত দিয়ে হাটে!
শ্রমিক শুধু  হুকুম করে
মালিক গতর খাঁটে!