বাঁচতে হলে-
বাঁচার মতোই বাঁচো;
নাচতে হলে-
উঠোনে নয়,
মাঠে গিয়েই নাচো।


হাঁচতে হলে-
হ্যাঁচ্চো- জোরে হাঁচো;
চাঁছতে হলে-
কঞ্চিটা নয়,
বাঁশটাকে ভাই চাঁছো।


গাইতে হলে-
গলা ছেড়েই গাও;
নাইতে হলে-
পুকুরে নয়,
নদীর জলে নাও!


যেতে হলে-
দূরের দেশে যাও;
খেতে হলে-
তিতপুঁটি নয়,
রুই-কাতলা খাও!
==========