ভূতের ছানা গাইছে গানা "তা-না না না" মগডালে।
নানা নাকি দি'ছে ফাঁকি সেইযে কবে কোন কালে।
কালের কথা- ধুৎত্তরি!
হীমেল হওয়া উত্তরী
শিশির রাতে দাঁতে দাঁতে কাঁপন জাগে সুখ তালে।।


সুখের কথা বুকে চেপে রাখতে পারে কয় জনে?
নালিশ শালিস যেটা করো পাঁচে-সাতে- নয় জনে,
মনটা হলো উড়োপাখি-
পুচ্ছ নেড়ে ডাকাডাকি;
উড়াল সেতো দিবেই দিবে বাঁধো যতোই যয় জনে।