ভূখা নাঙা
      কোমড় ভাঙা
উঠবে যখন জেগে;
টুটবে বাঁধার-
      সকল আঁধার
ভীষণ ক্রোধেই রেগে!


তখন আবার
     পালিয়ে যাবার-
পথটা কোথায় পাবি?
তোর পরিনাম
      কপালে ঘাম-
একটু যখন ভাবি!


থাকতে সময়
       সামান্য ভয়
মনে-ই রাখিস জমা;
ওদের হাতে
      পড়লে জাতে
উঠবি, সে নেই ক্ষমা।