‘চেষ্টা’ ছিলো তোমার ভাগে
আমার ভাগে হেলা;
এমনি করেই চলছিলো দিন
অমানবিক খেলা!


আর কতো কাল সহ্য করি-
ধর্য্য ধরি কতো?
এক এক করে পঁচিশ খানা
বছর হলো গত!


একাত্তরের ছাব্বিশে মার্চ
মুজিব দিলেন ডাক;-
স্বাধীনতার সংগ্রাম এবার
জাগরে তোরা জাগ॥


কামার, কুমার, জেলে, তাঁতী
শ্রমিক-মজুর চাষা
বুকের ভিতর স্বপ্ন জ্বলে
স্বদেশ পাবার আশা।


হাতের কাছে যা পেয়েছে
তাই দু’হাতে ধরে;
আনলো দেশে বিজয় শেষে
ষোল ডিসেম্বরে।।
------------------------


১৪ মার্চ লালমনিরহাট।