বয়েছি  অনেক কষ্ট মনে
সয়েছি  অনেক জ্বালা!
ক’য়েছি  কথা যে ভাষাতে
          সেই ভাষাতেও তালা
          দিতে চেয়েছিস শালা!


ঋনে  ঋনে দুঃখ অনেক
দিনে  দিনে জমা
চিনে  নিতে ভুল করেছি
       দিয়েছি সহজ ক্ষমা,
       ভেবেছি প্রিয়তমা!


বাদর  সেতো মাথায় চড়ে
আদর  যদি মিলে
চাদর  দিলাম শীত কাটাতে
        তাই খেয়েছিস গিলে
        চমকে শুনে পিলে!


এবার   বুঝি শিক্ষা তোকেই
দেবার  সময় হলো
নেবার  কিছেই নেই এখানে
        দু’হাত উপর তোলো
        ছাড়ো এদেশ, ভোলো!


১৩ মার্চ ২০১৮, লালমনিরহাট।