“যেমন খুশী চালবো ঘুঁটি,
দু’বেলা পাবি পোড়া রুটি,
খেলে খাবি,না খেলে নাই।
কাজে হিসেব সঠিক চাই!
এপাশ ওপাশ করলে পরে-
চড়াবো শূলে। পায়ে ধরে-
      পার পাবিনা বলেছি!”


দুঃশাসনের   এমন ধারা,
স্বৈরী শাসক পাগল পারা!
মানুষ যেনো নইকো মোরা,
আজ্ঞা বাহক, পুষ্য ঘোড়া!
বাড়তে দেয়া যাবেনা আর-
খুব শীঘ্র চাই  প্রতিকার!
       আগুন হয়ে জ্বলেছি!


মাতৃভূমি, আমার দেশে,
বসছে গেঁড়ে উড়ে এসে!
দখল করে উচ্চ আসন-
যেমন খুশী করছে শাসন!
ধর্মটা এক  ভিন্ন নীতি,
গাইছে কেবল আপন গীতি!
       আমরা ভীষণ টলেছি!


ঠিক তখনই শেখ মুজিবর-
আদেশ দিলেন “অস্ত্রটা ধর”
আমরা বটে নই কাঙালী,
বীরের জাতি এই বাঙালী!
ভয়টা কীসে আপন দেশে?
রক্ত নদী পেরিয়ে শেষে
     ওদের দু’পায় দলেছি।।


১৩ মার্চ ২০১৮, লালমনিরহাট।