ভাঁপে-তাপে নগেন হাঁপে,
খগেন দোলায় পা;
দোলছে দো-দোল নাগরদোলা-
কেউ করেনা রা’!


কুষ্ঠি বিচার করতে বসেন-
হরির ঠাকুর দা-
কেমন করে রামদুলালের-
পেটে মারেন ঘা!


হাট-বাজারে নিত্য বেসাত
যায়না ছোঁয়া তা;
ভাত-শালিকের চারটি ছানা
করছে শুধুই- হা!
======================