বেশতো ছিলাে ভােটের আগে কাঁদা ছোঁড়াছুঁড়ি!
ঘোষবাবুদের দাপটেরও পাইনি কোন-ই জুড়ি!
ভোটে হেরে সবই শেষ-
সাঙ্গ-পাঙ্গও নিরুদ্দেশ;
বাবু এখন একাই ঘরে... শু'য়ে নাচান ভূঁড়ি!!


পাড়ার লোকে বলে-বাবুর বিগড়ে গেছে মাথা!
এই গরমে... কোন শরমে গায়ে জড়ান কাঁথা?
কাঁথার তলে আছে.. কি?
পাড়া-পরশী দেখছো নি!
হদিস করে পাওয়া গেলো গোটা পাঁচেক ছাতা!


ছাতা ছিলো মার্কা বাবুর এটা তো নয় দোষের,
গরু হলেও কাঁথার নিচে থাকতো সেটা ঘোষের!
ভাগ্য ভালো পায়নি হাতি;
মোটা তাজা এবং দাঁতি!
বোতল পেয়ে জয় হয়েছে নেতা অমল বোসের!!