ওহে রা‌ত্রি!
হ‌য়ও না নিরুদ্যম।
ত‌ু‌মি যে দীপ্তহীনতার প‌রিচয়।
আ‌লোর অনুপ‌স্থি‌তি‌তে তোমার আবির্ভাব।


তু‌মি যে ক‌রে তো‌লো অম্বর‌কে তি‌মির।
‌তোমার জন্য অত‌র্কিত সর্যা‌লোকই য‌থেষ্ট।
আ‌লোকচ্ছটার প্রাচু‌র্যে;
তু‌মি হও দীনতার শিকার।


তু‌মি যে তরঙ্গহীন;
‌কিন্তু তোমার জন্য র‌য়ে‌ছে মান‌বের-
অদৃশ্য তরঙ্গ।
‌তোমার জন্য অপেক্ষায়মান;
হাজা‌রো সমুদ্ররাণী।
‌তোমার অপেক্ষায় থা‌কে;
লক্ষা‌ধিক জীবাত্মা।


এক‌দিন হ‌বে জয় তোমার-
‌দিনম‌ণির উপর।
‌সেই দিন থাক‌বে না এই ধরণী‌তে-
‌কোনরূপ জীবাত্মা।