বঙ্গবন্ধু- অসীম সাহসিকতা'র এক যোদ্ধা,
লড়াকু আন্দোলন আর দূরদর্শী এক ডাক,
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম আর স্বাধীনতা সংগ্রামের অগ্রদূত হয়ে,
সাত কোটি বাঙালিকে দিয়েছে বাংলাদেশ,
একটি লাল সবুজের পতাকা।
সাত কোটি বাঙালির কিছু নরপশু বাঁচতে দেয়নি বঙ্গবন্ধুকে
স্বপরিবারকে হত‍্যা করতে চাইলেও বেঁচে যায়  দু'বোন।
পিতার শোকে আক্রান্ত,
শোকে আক্রান্ত আজও বাঙ্গালী জাতি,
এরই মাঝে দীর্ঘ সময়ের পারি,
অবশেষে দেশের মানুষের কথা ভেবে আর বাবার স্বপ্ন পূরণে শেখ হাসিনা,
নিজেকে উৎসর্গ করেন দেশের মানুষের সেবায়।
এরই মাঝে অনেক ঘাত-প্রতিঘাত পেরিয়ে,
দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক দূর।
নিন্দুকেরা আর দেশের ভালো চায় না যারা আজও ষড়যন্ত্রে লিপ্ত,
তবে এ তো যেই সেই কন্যা নয় এতো বঙ্গবন্ধুর।
অনেক কাজের ভীড়ে সাহসিকতার পরিচয় দিয়েছেন আর করিয়ে দেখিয়েছেন
দেশের মানুষের আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে,
বিশ্বকে চেলেঞ্জ মোকাবেলা করে  
পদ্মা নদীর উপর দু'পাড়ে দৃশ্যমান আজ স্বপ্নের পদ্মা সেতু,
যার উদ্ভোধন ২৫শে জুন।
যা বিশ্বময় অবাক তাকিয়ে রয়
এ কেমন জয়, বাবার মতো কন‍্যা মানেনা পরাজয়