স্বপ্নের মতো কেমন করে যেন দিন বয়ে যায়
আলো আঁধারির খেলা সহসাই সময়ের ভেদ ভাঙ্গে
কিন্তু তুমি ঠিকই জেগে থাকা চাঁদ আর ঐ রাতের মতো
ভোরের সূর্যের মতো আর গোধূলির প্রান্তের মতো,
তুমি থাকো অফুরন্ত ভান্ডার মনের ভালবাসায় ।
বৈশাখ থেকে চৈত্র বারটি বাংলা মাস
ছয় ঋতুর এই বৈচিত্র্যে তুমি ভিন্নতা আমার
ঘরোয়া সাজের জীবন্ত আলোক চিত্রে প্রতিফলিত
যা তুমি আমার,আমার তুমি রংধনুর মতো ।
কালের আবহাওয়ার মর্মস্পর্শীত পরিস্ফুটিত পদ্ম্যে
প্রকৃতির শিশির বিন্দুর কণা অতোপ্রতো ভাবে জড়িত,
এতটাই যুগান্তরকারি স্বর্ণলতার ডগায় আরহ
যা সর্বপরি তুমি ভাবনার মুঠোয় একাগ্রতায় মুড়িত ।
সুখান্ত পুড়ের সুখান্ত,একুল ওকুল জুড়ে তুমি
আরহি আনন্দ বারতা স্বতংস্ফুর্ত কোলাহল মুক্ত আঙ্গিনা
সুন্দর দেখার আকাঙ্খা প্রতিটি মানব যেমন অগ্রগামী
তেমন তুমি আমার কাছে তোমার তুলনায়, তুমি আমায় নিয়ন্ত্রনা ।