দিনের আলোতে হাসি খুশি
চলছি ফিরছি কর্মব্যস্ততা শেষ করছি
অথচ রাতের চাদের জ‌্যোৎস্নায়
কেউ কি জানে কতটুকু ঘুমরে ঘুমরে কাঁদি
আর কতটুকু ঘুমের সাথে সখ্যতা গড়ে,
কেউ যানে না বুঝে না ।
দিন রাতের চব্বিশ ঘন্টার
চোখের পাতার পলক পরতে যতক্ষণ,ততক্ষণ
না দেখলে কি পরিমাণ উথলা ঝড় বয়ে যায়
ঐ বিধিবিহীন কেউই অনুভব করতে পারবে না যানি,
যার যার ক্ষেত্রে এই দৃষ্টান্ত পরিস্থিতি
সে,সেই মতো বেদনায় আহত,
অনুভব করে কষ্ট যাতনা ।
সেই তুমি চিরদিনের জন্যে
আড়াল করে দিলে,দিলে পর করে
ভাবতে পারবো স্মৃতিত সাঁতরাবো
দু'চোখ মেলে শুধু দেখতে পারবো না,
মায়াবী পরশ ছুয়ে বলা হবে না
বলা হবে না কেমন আছো তুমি,
ক্ষুদ্র ক্ষুদ্র মান-অভিমান ঝগড়া
আর হবে না,
যা হয়েছে দিয়েছো শুধুই চিরদিনের জন্য রচিত করে
বিষাক্ত নামের এক ইতিহাস ।
এমনই সম্পর্কের গভীর মর্মরত্ত্ব
আদর সোহাগ প্রেম ভালবাসা
দৃ"চোখ ভরা স্বপ্ন,বুক ভরা আশা
বিশ্বাসের অস্থিত্ব জুড়ে শুধুই চাওয়া পাওয়া
হঠাৎ করে সেখানে বৈশাখী ঝড়ের মতো
এক দমকা হাওয়া এনে নিশ্ব করে দিলে
সৃষ্টি করলে বিষাক্ত বিরহ রচনা ।